Rivotril কিসের ঔষধ। রিভোট্রিল ট্যাবলেট এর কাজ কি,এর দাম কত,এর পার্শ্ব প্রতিক্রিয়া। Rivotril Tablet er kaj ki

 Rivotril কিসের ঔষধ। রিভোট্রিল  ট্যাবলেট এর কাজ কি,এর দাম কত,এর পার্শ্ব প্রতিক্রিয়া। Rivotril


আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে Clonazepam গ্রুপের  রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডর তৈরি  রিভোট্রিল  ট্যাবলেট এর  কাজ কি ? এর দাম কত? কি কি রোগের কাজ করে এই ইনজেকশন ইত্যাদি । আমাদের Banglayjanun24.com ওয়েবসাইট এর পোস্ট দেখে যদি আপনার উপকারে আসে তাহলে আমাদের ওয়েবসাইটি অবশ্যই শেয়ার করবেন ।  আমাদের সাথে থাকার জন্য  ধন্যবাদ ।

Rivotril কিসের ঔষধ। রিভোট্রিল  ট্যাবলেট এর কাজ কি,এর দাম কত,এর পার্শ্ব প্রতিক্রিয়া। Rivotril

রিভোট্রিল  ট্যাবলেট কি কাজে ব্যাবহার হয় *******

মানসিক উদ্বেগ ও আতঙ্কগ্রস্ততা মৃগীরোগ বা অন্যান্য খিঁচুনি রোগ কাজে ব্যাবহার হয় ।

রিভোট্রিল  ট্যাবলেট আমি কি ভাবে এটা গ্রহণ করবো? ****
ওষুধটি মুখে নিয়ে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন কোন সমস্যা ছাড়া  । ওষুধটি চুষে খাওয়া বা ভেঙ্গে বা গুড়া করে খাওয়া যাবেনা ওষুধটি মুখে নিয়ে পানি দিয়ে গিলে খেতে হবে  ।

রিভোট্রিল  ট্যাবলেট এর ডোজ *****

বয়স  ১০ বছর বয়স পর্যন্ত (দৈহিক ওজন ৩০ কেজি। এর মধ্যে) দৈনিক প্রাথমিক মাত্রা ০.০১-০.০৩ মি.গ্রা./কেজি (দিনে ২-৩ বার বিভক্ত মাত্রায়)  পরবর্তী দৈনিক। | দৈনিক সর্বোচ্চ। নিয়িন্ত্রিত মাত্রা মাত্রা ০.১ মি.গ্রা./কেজি | ০.২ মি.গ্রা./কেজি বয়স ১০-১৬ বছর   ১ -১.৫ মি.গ্রা. । (দিনে ২-৩ বার। বিভক্ত মাত্রায়)
     
প্রাপ্ত বয়স্ক মাত্রা ০.০১-০.০৩ মি.গ্রা./কেজি ১-১.৫ মি.গ্রা. । (দিনে ২-৩ বার। বিভক্ত মাত্রায়)  ৩-৬ মি.গ্রা.  সর্বোচ্চ দৈনিক ২০ মি.গ্রা.
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে।আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন  তাই ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেই ভাবে ওষুধ গ্রহন করুন।


রিভোট্রিল  ট্যাবলেট যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না *****
যে সব রােগীদের  রিভোট্রিল  ট্যাবলেট    প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না

রিভোট্রিল  ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া *******
ঘুমঘুম ভাব, মাথা ব্যথা, বমিবমি ভাব,শ্বাসতন্ত্রের প্রদাহ, ইনফ্লুয়েঞ্জা,  সমন্বয়হীনতা, উদভ্রান্ত ভাব, সাইনুসাইটিস, অবসাদ, বিরক্তি ভাব, অনিদ্রা, শ্বাসকষ্ট, ভারসাম্যহীনতা,মনযােগহীনতা।

রিভোট্রিল  ট্যাবলেট এর  সতর্কতা ও সতর্কবাণী******
 অনিদ্রা বা উদ্বেগ, বিভ্রান্তি, ঘাম, কম্পন, মাথা ব্যাথা বা অস্বস্তিবোধ হঠাৎ করে এটা বন্ধ করলে মারাতক প্রত্যাহার উপসর্গ সৃষ্টি করতে পারে ।

রিভোট্রিল  ট্যাবলেট এর ওভারডোজ  *****
আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধ অত্যধিক পরিমানে  রিভোট্রিল  ট্যাবলেট   ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালে যোগাযোগ করুন।


রিভোট্রিল  ট্যাবলেট এর গর্ভাবস্থায় ও স্তন্যদান কালে ব্যবহার  *****

গর্ভাবস্থায় খিঁচুনির ওষুধ ব্যবহারে শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। স্তন্যদানকালে যে সব মা ক্লোনাজিপাম গ্রহণ করছেন তাদেরক্ষেত্রে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয়।

রিভোট্রিল  ট্যাবলেট এর  প্যাক সাইজ & প্রতি পিসের দাম  ******
প্যাক সাইজ:1পিস |প্রতি পিসের দাম : ৮.০০ টাকা


সতর্কীকরণ বার্তা ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোন প্রকার ওষুধ গ্রহন করে সমস্যা হলে Banglayjanun24.com কর্তৃপক্ষ দায়ভার বহন করবে না ।

Tag

রিভোট্রিল কি ঘুমের ঔষধ হিসেবে ব্যবহার করা যায়
রিভোট্রিল  এর কাজ কি
রিভোট্রিল  কিসের ওষুধ
রিভোট্রিল  250 এর কাজ কি
রিভোট্রিল  কিসের ঔষধ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url