xorel 20 Ar kaj ki xorel 20 Dam koto xorel 20 khoyar niom

 xorel 20 Ar kaj ki xorel 20 Dam koto xorel 20 khoyar niom 


xorel 20 Ar kaj ki xorel 20 Dam koto xorel 20 khoyar niom

জোরেল-২০





উপাদানঃ
 
জোরেল-২০ প্রতিটি এন্টেরিক কোটেড ট্যাবলেট-এ আছে র্যাবিপ্রাজল সােডিয়াম। আইএনএন ২০ মিগ্রা।
জোরেল-২০ প্রতিটি ক্যাপসুল-এ আছে র্যাবিপ্রাজল সােডিয়াম আইএনএন ২০ মিগ্রা। এন্টেরিক কোটেড পিলেটস্ হিসাবে।

বিবরণঃ
র্যাবিপ্রাজল গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের এনজাইমকে বাধা দেওয়ার মাধ্যামে এসিড নিঃসরণ বন্ধ করে। এই এনজাইমকে প্যারাইটাল কোষের প্রােটন পাম্প বলা হয় এবং এজন্য র্যাবিপ্রাজলকে সাধারণভাবে প্রােটন পাম্প ইনহিবিটর বলা হয়।

নির্দেশনাঃ

  •  ডিওডেনাল আলসার নিরাময়ে ।
     আলসারজনিত জার্ড এর নিরাময়কে নিয়ন্ত্রণে রাখতে।
    উপসর্গযুক্ত জার্ড এর চিকিৎসায়।
    পাইলােরি নির্মূলের মাধ্যমে পুনরায় ডিওডেনাল আলসার হওয়ার ঝুঁকি কমাতে জোরেল-২০।



মাত্রা ও সেবনবিধিঃ
জোরেল-২০ না ভেঙ্গে পুরােটাই একবারে সেবন করতে হবে। জোরেল-২০ খাবারের সাথে বা। আলাদাভাবে সেবন করা যেতে পারে।

ইরােসিভ অথবা আলসারজনিত জার্ড এর নিরাময়কে নিয়ন্ত্রণে রাখতেঃ দৈনিক ১টি করে জোরেল-২০।


উপসর্গযুক্ত জার্ড এর চিকিৎসায়ঃ
দৈনিক ১টি করে জোরেল-২০, ৪ সপ্তাহ সেবন করতে হবে। ৪ সপ্তাহ পর নিরাময় না হলে আরও ৪ সপ্তাহ সেবন করতে হবে।

ডিওডেনাল আলসার নিরাময়েঃ

দৈনিক ১টি করে জোরেল-২০, ৪ সপ্তাহ সকালের খাবারের পর সেবন করতে হবে। সাধারণত অধিকাংশ রােগীরই ৪ সপ্তাহ পর আলসার নিরাময় হয়। কিন্তু ৪ সপ্তাহ পর নিরাময় না হলে আরও ৪ সপ্তাহ সেবন করতে হবে

প্যাথলজিক্যাল অতিরিক্ত এসিড নিঃসরণ যেমন জলিঞ্জার-ইলিসন সিনড্রোম এর চিকিত্সায়ঃ প্যাথলজিক্যাল অতিরিক্ত এসিড নিঃসরণে র্যাবিপ্রাজল দৈনিক ৬০ দৈনিক মাত্রা রােগের তীব্রতা অনুসারে নির্ধারণ করতে হবে এবং নিরাময় না হওয়া পর্যন্ত সেবন সেবন করতে হবে তবে মােট দৈনিক মাত্রা বিভক্ত মাত্রায় সেবন করতে হবে। জলিঞ্জার-ইলিসন সিনড্রোমের রােগীর ক্ষেত্রে জোরেল-২০, ১ বছর পর্যন্ত সেবন করা যেতে পারে ।


সতর্কতাঃ 

মৃদু বা মাঝারি ধরনের লিভারের সমস্যা আছে এরকম রােগীদের ক্ষেত্রে শরীর থেকে র্যাবিপ্রাজল এর নির্গমন কমে যায়। লিভারের মারাত্মক সমস্যা আছে এরকম রােগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

প্রতিনির্দেশনাঃ র্যাবিপ্রাজল এর প্রতি অতিসংবেদনশীলদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত ।



পার্শ্বপ্রতিক্রিয়াঃ র্যাবিপ্রাজল সাধারণত সুসহনীয়। তবে যেসব পার্শ্ব প্রতিক্রিয় দেখা দেয় সেগুলাে সাধারনত স্বল্পকালীন এবং মৃদু বা মাঝারি ধরনের হয় যেমন মাথা ব্যথা, ডায়রিয়া এবং বমি বমি ভাব ইত্যাদি। অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া যেমন পেট ব্যথা, শরীরের দুর্বলতা, পেটফাঁপা, র্যাশ, মুখের শুষ্কতা ইত্যাদি কদাচিৎ হতে পারে।



ড্রাগ ইন্টার্যাকশনঃ
অন্যান্য প্রােটন পাম্প ইনহিবিটরি ওষুধের ন্যায় র্যাবিপ্রাজল লিভারের এনজাইম সিস্টেম সাইটোক্রোম পি-৪৫০ দ্বারা বিপাক হয়। কিন্তু এই সিস্টেমের মাধ্যমে বিপাক হয় এমন ওষুধ যেমন ওয়ারফেরিন, থিওফাইলিন, ডায়াজেপাম এবং ফেনিটয়িন এর সাথে র্যাবিপ্রাজল বিক্রিয়া করে না। যেসব ওষুধের বায়ােএভেইলাবিলিটি পাকস্থলির এসিডের পরিমানের উপর নির্ভর করে, তাদের শােষণকে র্যাবিপ্রাজল প্রভাবিত করতে পারে। র্যাবিপ্রাজল এন্টাসিড অথবা খাবারের সাথে বিক্রিয়া করে না।



গর্ভাবস্থায় ব্যবহারঃ
প্রেগন্যান্সি ক্যাটেগরি বি। তাই কেবলমাত্র সুনির্দিষ্ট প্রয়ােজনে ব্যাবিপ্রাজল গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত।


দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রেঃ যেহেতু অনেক ওষুধ মায়ের দুধে নিঃসৃত হয় এবং র্যাবিপ্রাজল শিশুদের উপর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া করতে পারে, এজন্য শিশুকে দুগ্ধদান থেকে বিরত রাখতে হবে অথবা মায়ের র্যাবিপ্রাজল সেবন বন্ধ করতে হবে।।

বয়স্ক রােগীদের ক্ষেত্রেঃ কার্যকারিতা ও নিরাপত্তার ক্ষেত্রে বয়স্ক ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কোন ধরনের ভিন্নতা পরিলক্ষিত হয়নি। তবে কিছু বয়স্ক রােগীদের ক্ষেত্রে অতি কার্যকারিতা দেখা দিতে পারে।

সরবরাহরূপঃ

জোরেল-২০ প্রতি টি বক্সে রয়েছে ১০*১০ টি ট্যাবলেট ।
জোরেল-২০ প্রতি টি বক্সে রয়েছে ১০ *১০ টি ক্যাপসুল ।


প্রস্তুতকারকঃ দি ইবনে সিনা ফা: ইন্ডাস্ট্রি লিঃ


xorel 20 Ar kaj ki xorel 20 Dam koto xorel 20 khoyar niom

Xorel 20 কিসের ঔষধ
জোরেল ২০ এর কাজ
জোরেল ২০ খাওয়ার নিয়ম
জোরেল ২০ দাম কত
জোরেল কিসের ওষুধ
Xorel এর কাজ কি
Xorel 20 এর দাম
Xorel-20 price in bangladesh
Xorel 20 side effects
xorel 20 gastric
xorel 20 used for
xorel 20 work
xorel 20 tablet bangla
xorel 20 tablet uses bangla

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url