টোরাক্স ১০ ট্যাবলেট এর কাজ কি Torax Tablet er dam koto

 টোরাক্স ১০ ট্যাবলেট এর কাজ কি Torax Tablet er dam koto


টোরাক্স® - Torax®

টোরাক্স ১০ ট্যাবলেট এর উপাদান :কিটোরোলাক ট্রোমেথামিন ১০ মি.গ্রাম. ট্যাবলেট, ১০ মি.গ্রাম./মি.লি. ইঞ্জেকশন, ৩০ মি.গ্রাম./মি.লি. ইঞ্জেকশন এবং ৬০ মি.গ্রাম./২ মি.লি. ইঞ্জেকশন।

টোরাক্স ১০ ট্যাবলেট এর  নির্দেশনা :অপারেশন উত্তর মাঝারি ও তীব্র ব্যথায় স্বল্পমেয়াদী ব্যবস্থাপনায় নির্দেশিত।

টোরাক্স ১০ ট্যাবলেট এর মাত্রা ও ব্যবহার বিধি :ইঞ্জেকশন পেশী অথবা এককালীন শিরায় ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে : প্রাথমিক মাত্রা ৬০ মি.গ্রাম., একবার অতঃপর ৩০ মি.গ্রাম. প্রতি ৬ ঘন্টা অন্তর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। সর্বোচ্চ মাত্রা : ১২০ মি.গ্রাম.। ট্যাবলেট : ১ টি ট্যাবলেট ৬ ঘন্টা অন্তর।

টোরাক্স ১০ ট্যাবলেট এর সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না
:কিটোরোলাক কিংবা অন্যান্য এনএসএআইডি ওষুধে অতি সংবেদনশীল বা এলার্জি রয়েছে তাদের ব্যবহারে প্রতিনির্দেশ রয়েছে। পেপটিক আলসার, আন্ত্রিক রক্তক্ষরণ, মাঝারি কিংবা তীব্র বৃক্কের অকার্যকারিতা এ্যাজমার আক্রমনের ইতিহাসের ক্ষেত্রেও প্রতিনির্দেশ রয়েছে।


টোরাক্স ১০ ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া :
সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ হচ্ছে বমি বমি ভাব, বমি, আন্ত্রিক রক্তরণ, পেপটিক আলসার, অগ্নাশয়ের প্রদাহ, দুশ্চিন্তা, তন্দ্রাচ্ছন্নভাব, মাথা ঝিম ঝিম ভাব, মাথা ব্যথা, হেলুসিনেশন, অতিরিক্ত পিপাসা, মনোযোগে অসমর্থতা, নিদ্রাহীনতা, অসুস্থতাবোধ, ক্লান্তিবোধ, চুলকানি, আরটিকেরিয়া, লিলস সিনড্রোম, স্টিভেন-জনসন সিনড্রোম, আলোর প্রতি অতিসংবেদনশীলতা, ব্রাডিকার্ডিয়া, উচ্চ রক্তচাপ, বুক ধরফরানি, বুকে ব্যথা, মহিলাদের বন্ধ্যাত্ব, শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসে ইডিমা, জ্বর এবং ইঞ্জেকশনের জায়গায় ব্যথা।

টোরাক্স ১০ ট্যাবলেট এর অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :অন্যান্য এনএসএআইডি কিংবা এসপিরিনের সাথে ব্যবহার করা উচিত নয়। এন্টি-কোয়াগুলেন্টের সাথে ব্যবহারে সতর্ক হতে হবে। কেননা ইহা এন্টি-কোয়াগুলেন্টের কাজ ত্বরান্বিত করতে পারে।

টোরাক্স ১০ ট্যাবলেট এর  গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভাবস্থা, প্রসবকাল এবং দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারে প্রতিনির্দেশ রয়েছে।

টোরাক্স ১০ ট্যাবলেট এর সরবরাহ :টোরাক্স® ১০ ট্যাবলেট : ৫ x ১০ টি। টোরাক্স® ১০ ইঞ্জেকশন : ১ x ৫ টি। টোরাক্স® ৩০ ইঞ্জেকশন : ৫ x ১ টি। টোরাক্স® ৬০ ইঞ্জেকশন : ১ x ১ টি।

Torax Tablet er dam koto
টোরাক্স ১০ ট্যাবলেট এর দাম কতো
টোরাক্স ১০ ট্যাবলেট এর কাজ কি
টোরাক্স ১০ ট্যাবলেট কি রোগের জন্য দেয়
টোরাক্স ১০ ট্যাবলেট খেলে কি সমস্যা
টোরাক্স ১০ ট্যাবলেট বাংলা
টোরাক্স ১০ কি কাজ করে

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url