ছেলে তোর প্রেমে পড়ার কারন লিরিক্স Chele tor preme porar karon lyrics
ছেলে তোর প্রেমে পড়ার কারন লিরিক্স Chele tor prem e porar karon lyrics
ছেলে তোর প্রেমে পড়ার কারন গানের লিরিক্স। এই গানে কণ্ঠ দিয়েছে সুমি । গানটি সংগীত করেছেন সজীব । । গানটি লিখছেনকবির আকরাম ।এটি একটি বাংলা অসাধারণ গান। এই গানটি শুনলে সবাই অনেক মজা পাবে। এই গানটি প্রকাশ করে "Sristy Multimedia " ইউটিউব চ্যানেল।যদি কারো আর ভালো বাংলা লিরিক্স এবং ইংলিশ লিরিক্সের প্রয়োজন হয়, তবে তা সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।ধন্যবাদ
Song Name: ছেলে তোর প্রেমে পড়ার কারন- Chele Tor Preme Porar Karon
Vocal: Sumi Shabnam
Lyricis & Tune: MD. Akram Hossain
Music: Sojib
Label: Sristy Multimedia
ছেলে তোর প্রেমে পড়ার কারন লিরিক্স
ছেলে তোর প্রেমে পড়ার কারন লিরিক্স
ছেলে তোর কোরা কোরা চুলে
যেনো সমুদ্র দেউ খেলে
তোর কোরা কোরা চুলে
যেনো সমুদ্র দেউ খেলে
সেই দেউ খেলা দেখতে আমার ভাল্লাগে
সেই দেউ খেলা দেখতে আমার ভাল্লাগে
ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া উঠে
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া উঠে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
আরে লাখ বেলকি চোখে মুখে
ছু মন্ত্র সু জাদুর কাঁটি
হাতে নিয়ে দিলাম তোরে ফু
চান্দের বুরি থুর থুরিয়া
চরকা কাটে না আবাল তাবল
ভাব ধরিলে ফ্যাশন হয় না
বন্ধুরে তোর হাতে দরি
আমার মাথা খা বেলকি বাজি
ছাড়ান দিয়া ভালো হয়ে যা
হাতে বালা গলায় মালা
কানে দিয়ে দুল
বুক খোলা শাট পরিয়া
পকেটে নেও ফুল
মোরগের মাথার মতো
কাটিং মারো চুল
বন্ধু হে হে
মেন হোলের ডাকনা মতো
হাতে পরো ঘড়ি
পকেটে থাকে না তোমার
কোন কানা কড়ি
গলা ছিলা মুরগির মতো
গোপে মারো কাট
বন্ধু হে
ছেলে তোর প্রেমে পড়ার কারন
তোর শ্যামলা শ্যামলা বরন
তোর প্রেমে পড়ার কারন
তোর শ্যামলা শ্যামলা বরন
অই শ্যামলা গালের কালো
দাড়ি ভাল লাগে
অই শ্যামলা গালের কালো
দাড়ি ভাল লাগে।
খুশি মতো চশমা পরে
এই দিক ওই দিক চাও
ভুল ভাবে মাঝে মাঝে
ইংলিশ গান গাও
মাইয়া দের ছবি লাগিয়া
ফেচবুক ও চালাও বন্ধু হে
আরে বাপরেও হোটেলে খাইয়া
বাইক নাইয়া ঘুরো
সুন্দরী মাইয়া দেখিলে
মুসকি হাসি মারো
কুঁজো হয়ে হেটে ভাবো
লাগতাছে ফিটফাট বন্ধু হে
ছেলে তোর নেশা নেশা চোখে
যে আগুন জ্বলে বুকে
ওই নেশা নেশা চোখে
যে আগুন জ্বলে বুকে
সেই আগুনে পূরতে আমার ভাল লাগে
সেই আগুনে পুরতে আমার ভাল লাগে
ছেলে তোর কোরা কোরা চুলে
যেনো সমুদ্র দেউ খেলে
তোর কোরা কোরা চুলে
যেনো সমুদ্র দেউ খেলে
সেই দেউ খেলা দেখতে আমার ভাল্লাগে
সেই দেউ খেলা দেখতে আমার ভাল্লাগে
ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া উঠে
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া উঠে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
ছেলে তোর প্রেমে পড়ার কারন
তোর শ্যামলা শ্যামলা বরন
তোর প্রেমে পড়ার কারন
তোর শ্যামলা শ্যামলা বরন
অই শ্যামলা গালের
কালো দাড়ি ভাল লাগে
Chele tor prem e porar karon lyrics in bengali
Chele tor prem e porar karon
Tor shamla shamla boron
tor prem e porar karon
Tor shamla shamla boron
oi shamla galer kalo dari valo lage
ছেলে তোর প্রেমে পড়ার কারন গানের লিরিক্স Chele tor prem e porar karon song lyrics
ছেলে তোর প্রেমে পড়ার কারন গানের লিরিক্স Chele tor prem e porar karon mp3 song
ছেলে তোর প্রেমে পড়ার কারন গানের লিরিক্স Chele tor prem e porar karon mp3 song download
ছেলে তোর প্রেমে পড়ার কারন গানের লিরিক্স Chele tor prem e porar karon tiktok song lyrics